| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল ঢাকায় জাতিসংঘের অফিস স্থাপনের প্রতিবাদে ২৫ জুলাই দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করল জমিয়ত


ঢাকায় জাতিসংঘের অফিস স্থাপনের প্রতিবাদে ২৫ জুলাই দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করল জমিয়ত


রহমত নিউজ     19 July, 2025     07:31 PM    


ইসলামপন্থীদের তীব্র প্রতিবাদকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের চুক্তি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এর প্রতিবাদে আগামী শুক্রবার (২৫ জুলাই) দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। 

আজ শনিবার (১৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। 

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন চুক্তির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। 

কর্মসূচি পালনের জন্য সংগঠনের সকল জেলা ও মহাগর নেতৃবৃন্দেের প্রতি তিনি আহবান জানিয়েছেন।

ঢাকায় এই কর্মসূচি বায়তুল মোকাররম উত্তর গেইটে অনুষ্ঠিত হবে বলেও জানানো হয় বিবৃতিতে।